৬৪ বছর বয়সী বসর আলী সকাল থেকে বিকেল অবধি কাজ করেন নিজের কৃষি জমিতে। স্বাভাবিক কাজকর্ম সহ সব জায়গায় নিয়মিত যাতায়াত করলেও বিগত ১৫ বছর ধরে তিনি নাকি মৃত!
সরকারি সুযোগ-সুবিধা নিতে গেলেই দায়িত্বরতরা সাফ জানিয়ে দেন আপনাকে অনলাইনে পাওয়া যাচ্ছে না। জাতীয় পরিচয়পত্র অনলাইনে খুঁজে না পাওয়ার কারণে দীর্ঘ ১৫ বছর যাবত তিনি ভোট দেওয়াসহ পাচ্ছেন না কোনো সরকারি সুযোগ-সুবিধা।
এমনকি তার ছেলে মেয়েরাও বিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে পরছেন নানা বিড়ম্বনায়। নিজেকে জীবিত প্রমাণ করতে বেশ কয়েকবার উপজেলা নির্বাচন অফিস সহ জনপ্রতিনিধিদের কাছে গিয়েও পান নি কোন সুরাহা। বার বার নানা অফিসে ধরনা দিয়েও কোন সুরাহা না পেয়ে তিনি এখন প্রায় হাল ছেড়ে দিয়েছেন।
১৯৬০ সালে জন্ম নেয়া বসর আলী মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রহিমপুর গ্রামের বাসিন্দা। প্রথম দিকে জাতীয় পরিচয়পত্র ঠিকঠাক থাকলেও ২০০৯ সাল থেকে তিনি যেখানেই আইডি কার্ড জমা দেন, সেখান থেকেই সার্চ করে তার সবকিছু শূন্য (নীল) পাওয়া যায়। তিনি জীবিত থাকলেও আইডি কার্ডের অনলাইনে মৃত দেখানোর কারণে তিনি বর্তমানে বেঁচে থেকেও মৃত।
বসর আলী জানান, বিগত ১৫ বছর ধরে কোন নির্বাচনে ভোট দিতে পারিনি। ভোট দিতে গেলেই কর্মকর্তারা বলেন আমি নাকি মৃত! ভোটার তালিকায় নাম খুঁজে না পাওয়ায় ভোট দিতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরেছি বারবার। ভোট না হয় নাই দিলাম। কিন্তু শেষ বয়সে এসে নিজেকে জীবিত প্রমাণ করতে নানা বিড়ম্বনায় পরছি, আক্ষেপ করে বলেন তিনি।
সাধারণত কোনো ভোটার মারা গেলে অথবা আইডি কার্ড বাতিল করে নতুন ভাবে আইডি কার্ড করলে তথ্য সংগ্রহকারীদের স্পষ্ট তথ্যের ভিত্তিতে এই শূন্যকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকে। এর অর্থ, তথ্য সংগ্রহকারীদের তথ্যের ভিত্তিতে বসর আলীকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মৃত দেখিয়ে তার তথ্য মুছে শূন্য করে রাখা হয়েছে।
বসর আলীর স্ত্রী জানান, গত ১৫ বছর ধরে আমার স্বামী জীবিত থাকলে ভোটার আইডি কার্ডে তিনি মৃত। মৃত দেখানোর কারণে ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করতে সমস্যায় পড়ার পাশাপাশি আমরা কোন সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছি না। আগামী নির্বাচনে যাতে আমার স্বামী ভোট দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি করছি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসার বিধায়ক চক্রবর্তী বলেন, বিষয়টি খতিয়ে দেখে তাঁকে আবার কীভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর