নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মাদরাসা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষনার দাবীতে আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ৬ষ্ঠ দিনের মত অবস্থান ধর্মঘট চলমান। এরই প্রেক্ষিতে আজ ২৪ জানুয়ারী ২০২৫ইং রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব তফাজ্জল হোসেন মানিক মিয়া হল রুমে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন, কমিটির উদ্যোগে জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সংবাদ সম্মেলনে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব মোঃ শামছুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওঃ মোহাম্মদ আল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সরকার-ই আলিয়া মাদ্রাসার প্রতিনিধি মোঃ ওমর ফারুক, আন্দোলন বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্য মোঃ খোরশেদ আলম, মাওঃ জহুরুল আলম, মাওঃ মোঃ নূরুল আমীন, মাওঃ মোঃ আব্দুল হান্নান, মাওঃ রবিউল ইসলাম, মাঞ্জু মোঃ শামসুল হক আনসারী, মোঃ আঃ রহমান, মোঃ তমিজ উদ্দিন, মোঃ তারেক আজিজ, মাওঃ মোঃ সাইফুল ইসলাম, নুরুন্নবী আলী, মাষ্টার শওকত আলী, মাওঃ নাজমুল হুদা, মোঃ মনিরুজ্জামান, মোঃ সরোয়ার হোসেন, মোঃ রেজাউল করিম, জাকির হোসেন, মোঃ ইউসুফ শরীফ, মোঃ মোস্তাফিজ, হাফেজ মাহমুদ, এজাজ কায়েস, আব্দুল হক, মোঃ ফেরদাউস আলম, বদিউল মোঃ রায়হানুল ইসলাম, মোসাঃ রুবিনা আক্তার, আয়েশা আক্তার, লাইজু আক্তার, ফাহিমা আক্তার, সোনিয়া আক্তার, আলম, মিনারা, খাদিজাতুল কোবরা প্রমুখ।
আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বলেন ১৯৭৮ সালের ৯ অর্ডিন্যান্স ২ এর ধারা মোতাবেক প্রায় ১৮,০০০ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহকে ১৯৮৪ইং সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় ২৩/০২/১৯৮৬ ইং তারিখে ১৪২ (৪০) নং স্মারকে প্রকাশিত প্রজ্ঞাপনে প্রাইমারী ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সমমান নির্ধারন করা হয়েছে। ১৯৯৪ সালে একই পরিপত্রে রেজিষ্ট্রার প্রাইমারী ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদেরকে ৫০০/- ভাতা প্রদান করা হয়। জাতীয় শিক্ষা নীতিমালা ২০১০ এর নির্দেশনা অনুযায়ী দেশের প্রাথমিক শিক্ষার ন্যায় ইবতেদায়ী শিক্ষাদান কার্যক্রম পরিকল্পিতভাবে পরিচালিত হয়ে আসছে। বিগত সরকার ২৬১৯৩টি রেজিষ্ট্রার প্রাথমিক বিদ্যালয়সমূহকে ২০১৩ সালে ৯ জানুয়ারী জাতীয়করণ ঘোষণা করেন। কিন্তু অতি দুঃখের বিষয় ১টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাও জাতীয়করণ করা হয়নি।
আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব বলেন মাদরাসা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষনার দাবীতে আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ৬ষ্ঠ দিনের মত অবস্থান ধর্মঘট চলমান। কিন্তু অদ্য পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন প্রতিনিধি আন্দোলনরত শিক্ষকদের সাথে যোগাযোগ না করায় আগামী আগামী ২৬ জানুয়ারী রোজ রবিবার অবস্থান ধর্মঘট থেকে সকল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রাসহ স্মারকলিপি প্রদান করা হবে। দেশের শিক্ষাবিদ, জাতীয় রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সকল সেক্টরের প্রশাসন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ও জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইন মিডিয়ার সকল সাংবাদিকসহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষিকাদেরকে উপস্থিত হয়ে উক্ত কর্মসূচী সফল করার জন্য সহযোগিতা কামনা করছি।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর