রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় দুর্বৃত্তের হামলায় দুই আওয়ামীলীগ নেতা আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ০১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম লিঃ এর সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ঠিকাদার মোঃ কামরুল (৫০) এবং চন্দ্রঘোনা ইউপি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন নয়ন (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ঠিকাদার মোঃ কামরুল কেপিএম লিঃ এর সিনেমা হল এলাকায় গেলে তাকে জিজ্ঞেস করা হয় কেন এলাকায় এসেছেন? এই কথার এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরি দ্বারা আঘাত করা হয়।
এমন সময় সাখাওয়াত হোসেন নয়ন তাদের থামাতে গিয়ে তিনিও আহত হন। বর্তমানে আহতর কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনো জানা যায়নি। তবে পূর্বের রাজনৈতিক বিবাদের জেরে প্রতিহিংসা পরায়ন হয়ে এ ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর