জামালপুরের সরিষাবাড়ীতে গাছের নিচে পড়ে আব্দুল মজিদ (৫৫) নামে এক করাতির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার গেন্দার পাড়া মজিবর রহমান মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুল মজিদ তারাকান্দি গ্রামের মৃত লেফাসু মণ্ডলের পুত্র বলে জানা গেছে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দার পাড়া গ্রামে আনু মণ্ডলের বাড়িতে একটি কদম গাছ কাটতে যান করাতি আব্দুল মজিদ ও তার লোকজন। গাছটি যাতে বৈদ্যুতিক তারের উপর না পড়ে তার জন্য গাছে রশি বেঁধে টানছিলেন।
এক পর্যায়ে গাছটি আব্দুল মজিদএর উপর পড়ে যায়। ঘটনাস্থলেই মাথা থেতলে তিনি মারা যান বলে নিহতের ছেলে আতিক নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর