বরগুনা আমতলীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ কাজী রওনাকুল ইসলাম টিপু উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার জেলা পরিষদ ডাক বাংলোর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বরগুনার জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা মোঃ কাজী রওনাকুল ইসলাম টিপু।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম ভিপি মামুনের সভাপতিত্বে এবং বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান হিরু ও বিএনপির সদস্য সচিব মোঃ তুহিন মৃধার যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মকবুল খান, পৌর বিএনপি ও যুবদলের আহ্বায়ক মোঃ কবির ফকির, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জালাল খান, বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুল আলম রিপন, বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইলিয়াস খান প্রমুখ।
সভাশেষে কেন্দ্রীয় নেতা কাজী রওনাকুল ইসলাম জানান, আপনারা সত্যি কথা প্রকাশ করবেন, আমরা আপনাদের সাথে থাকব,আপনারও আমাদের সাথে থাকবেন।
তিনি আরোও বলেন,আমরা রাজনীতি করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের প্রত্যাশা পূরণ করতে চায় জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপি ক্ষমতায় আসলে ৩১দফা বাস্তবায়ন হলে ছাত্র ও জনগণের যে আশা আকাঙ্ক্ষা তা পূরণ হবে।সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর