খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরেই অবাধে চলছে পাহাড় কাটার মহাৎসব। প্রশাসনের অভিযানেও তাদের লাগাম টানা যাচ্ছে না। ফলে রাতে আঁধারে পাহাড় কাটা বন্ধে অভিযানে বের হয় মানিকছড়ি আর্মি ক্যাম্পের সেনা ও মানিকছড়ি থানা পুলিশের সদস্যরা।
যার ফলে শুক্রবার গভীর রাতে উপজেলার সাপুড়িয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড় কাটা সক্রিয় চক্রে পাঁচ সদস্যকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
আটককৃতরা হলো- মো. আব্দুল হাই, শওকত হোসেন সাকিব, সুমন, থোয়াইউ মারমা (২২), আকতার হোসেন। এ সময় একটি ড্রেজার মেশিন, তিনটি মিনি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদরের গচ্ছাবিল, গুচ্ছগ্রাম, তিনটহরী, যোগ্যাছোলা, সাপমারা, কালাপানি ও বাটনাতলী, ডাইনছড়ি, নামারপাড়াসহ বিভিন্ন এলাকায় চলছে রাতের আঁধারে পাহাড় কাটা। বিভিন্ন সময়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিচালনা করেও তাদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। দিনের বেলা দাঁড়িয়ে থাকা পাহাড় রাতেই কেটে পাচার করছে উপজেলার বিভিন্ন এলাকার সক্রিয় সদস্যরা।
মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, যৌথ বাহিনীর অভিযানে রাতের বেলা অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে চক্রের সক্রিয় পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
উপজেলার নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া জানান, অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চলছে। ইতোমধ্যে ৬৪ হাজার ৫০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। যার নিলাম প্রক্রিয়াধীন। অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর