
দীর্ঘ ১৭ বছর পর নগরের প্যারেড ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসির মাহফিল। আগামী ২৭ জানুয়ারি শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী চলবে এ মাহফিল। যেখানে সমাবেশ ঘটবে বিপুল শ্রোতার। তবে শ্রোতার সমাগমের তুলনায় প্যারেড ময়দান যথেষ্ট নয় বলে মনে করছে মাহফিল আয়োজক কমিটি। প্যারেড ময়দানে জায়গার সংকুলান হবে কী হবে না তা ভাবতে হচ্ছে তাদের।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এসব জানান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের।
মুহাম্মদ তাহের বলেন, একসময় মাহফিলের মূল আকর্ষণ হিসেবে থাকতেন দেলাওয়ার হোসাইন সাঈদী। তিনি প্রয়াত হওয়ায় এবারের আকর্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে মিজানুর রহমান আজহারীকে।মিজানুর রহমান আজহারী সাহেব মেধাবী, জ্ঞান-গরিমা আছে। একজন ভালো বক্তা। তিনি ভালো আলোচনা করেন। মাহফিলের শেষদিন তিনি তাফসির করবেন। উনার বয়ান নিশ্চয় মানুষের ভালো লাগবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ নজরুল ইসলাম, পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, পরিষদের সহকারী সেক্রেটারি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, তাফসিরুল কুরআন মাহফিল এন্তেজামিয়া কমিটির প্রচার বিভাগীয় দায়িত্বশীল ও সাংবাদিক মুহাম্মদ উল্লাহ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সেলিম উল্লাহ জামান প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৭৭ সাল থেকে চট্টগ্রামে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন শুরু করে। প্রথমবার নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এরপর কখনও কলেজিয়েট স্কুলের মাঠে, কখনও লালদিঘী মাঠে এ আয়োজন করা হয়েছিল। ১৯৮৫ সাল থেকে চকবাজারের প্যারেড ময়দানে মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছিল। ২০০০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্যারেড ময়দানে মাহফিলের অনুমতি না দেওয়ায় ইসলামী সমাজকল্যাণ পরিষদ এবং জামায়াত ইসলামী চট্টগ্রামে এক সপ্তাহের হরতাল আহ্বান করেছিল। পরে সরকার আউটার স্টেডিয়ামে মাহফিলের অনুমতি দেয়।
২০০৬ সালে প্যারেড ময়দানে সর্বশেষ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। ২০০৭ সালে এক-এগারো পরবর্তী জরুরি অবস্থা এবং পরবর্তীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ‘বাধায়’ এ মাহফিল আয়োজন করতে পারেনি ইসলামী সমাজকল্যাণ পরিষদ। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর আবারও বিপুল সমারোহে এ মাহফিলের শুরু হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর