
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবীতে গত ৫দিন ধরে সিরাজগঞ্জের শাহজাদপুরে ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ পালন করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে শিক্ষক-কর্মচারী ও শাহজাদপুরবাসীসহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও আন্দোলনে সমর্থন জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে।
আন্দোলনের পঞ্চমদিন শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ক্লাস বর্জন করে অস্থায়ী ক্যাম্পাস চত্বরে শিক্ষার্থীরা ‘ক্যাম্পাস অর ডেথ’ নামে একটি ব্যতিক্রমী নাটক উপস্থাপনের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাসের দাবী জানিয়েছেন। এছাড়াও সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের দাবীতে রাস্তায় দাঁড়িয়ে নানা ধরনের বিদ্রোহী প্রতিবাদ মূলক গান পরিবেশন করেছেন।
সংগীত বিভাগে ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল মমিন বলেন, ২৮ তারিখ মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে সিরাজগঞ্জ রোড (হাটিকুমরুল গোল চত্বর) অবরোধ করে উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ বন্ধ করে দেয়া হবে। সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি শীঘ্রই আমাদের এই সংকটের গঠনমূলক সমাধান করবেন।
সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাকারিয়া ও মাইশা খাতুন বলেন, আমরা রাজপথে নেমেছি আমাদের দাবি আদায়ের জন্য। যতক্ষণ পর্যন্ত দাবী আদায় না হবে আমরা রাজপথ ছা[বো না। প্রযয়োজনে বড়বড় পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ৮ বছরেও কোন গঠনমুলক সিদ্ধান্ত নেয়নি।
একের পর এক শুধু শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে গেছে। কিন্তু কোনো ধরনের কাজ তারা বাস্তবায়ন করেনি। তাদের অভিযোগ, পূর্বের দুই ভিসির আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে, তারও কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। আমরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাশাপাশি পূর্বের ভিসিগনের দুর্নীতির তদন্তপূর্বক শাস্তি দাবী করছি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস.এম. হাসান তালুকদার জানান, শিক্ষার্থীদের দাবির সাথে সহমত জানিয়ে ইতোমধ্যে শিক্ষক-কর্মচারীগনও শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছেন। আমরা আশা করব সরকার দ্রুত স্থায়ী ক্যাম্পাস বাজেট বরাদ্দপুর্বক নির্মাণে ব্যবস্থা গ্রহন করবেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর