
শেরপুরের গারো পাহাড় সীমান্তে চার সাংবাদিকের ওপর চোরাকারবারিদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে শেরপুর প্রেসক্লাব। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে শেরপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২২ জানুয়ারি রাতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় চোরাকারবার সম্পর্কে খবর সংগ্রহ করতে গিয়ে শেরপুর প্রেসক্লাবের তিন কর্মকর্তাসহ চার সাংবাদিক চোরাকারবারিদের দ্বারা আক্রান্ত হন।
তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়, তাদের আটকে রাখার চেষ্টা করা হয়। আক্রান্ত তিন কর্মকর্তা হলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন ও দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি শফিউল আলম সম্রাট।
প্রেসক্লাবের কর্মকর্তারা আইনের উপর আস্থা রেখে আইনের প্রচলিত ধারায় হামলাকারীদের বিরুদ্ধে গত ২৩ জানুয়ারি রাতে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আইনের প্রতি শ্রদ্ধা রেখে মামলা ব্যতীত অন্য কোনো কর্মসূচি গ্রহণ করেননি। কিন্তু উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, ঘটনার তিন দিনেও অভিযুক্ত কাউকে আইনের আওতায় আনা হয়নি। এমন ঘটনায় সাংবাদিকরা শঙ্কিত। তাই অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনাসহ গ্রেপ্তারের দাবি জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর