জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিংনা ইউনিয়ন শাখার কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) পিংনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো: বেলাল হোসেনএর সভাপতিত্বে কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি এড. আব্দুল আওয়াল।
ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলামএর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলার জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, সরিষাবাড়ী উপজেলা আমীর ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল, উপজেলা সেক্রেটারি মাওলানা মনির উদ্দিন, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা হানিফ উদ্দিন, অধ্যাপক গোলাম কিবরিয়া, আক্তারুজ্জামান সোহাগ, অধ্যাপক শামীম হোসেন সোহেল।
আরও বক্তব্য রাখেন, সরিষাবাড়ী পৌরসভার আমীর ডা: গোলাম রব্বানী, আওনা ইউনিয়ন সেক্রেটারি আহনাফ বাপ্পি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দক্ষিন সেক্রেটারি তানভির আহমেদ প্রমূখ।
প্রধান অতিথি এড. আব্দুল আওয়াল বলেন, আমাদের দেশ অলি আওলিয়ার দেশ। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে দেশে ইসলাম বিজয়ী হবে। দেশে সকল বৈষম্য দুরীভূত হয়ে ন্যায় ও ইনসাফপূর্ন সমাজ ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর