
বরগুনায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র আয়োজনে রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে এ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বরগুনা সনাক এর সভাপতি সাংবাদিক মনির হোসেন কামাল’র সভাপতিত্বে নবায়নযোগ্য জ্বালানির প্রেক্ষাপট ও টিআইবির দেওয়া ১২ দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন সনাক সদস্য সুখ রঞ্জন শীল।
এ সময় উপস্থিথ ছিলেন, বরগুনা সনাক এর কো-অর্ডিনেটর মো: নাজমুল ইসলাম খানসহ সনাক ও ইয়েস সদস্যবৃন্দ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর