বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)’র ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাই করার প্রতিবাদসহ তিন দফা দাবিতে নগর ভবনের মূল গেট বন্ধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
বিক্ষুব্ধরা বলেন, তিন দফা দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত এ কর্মসূচি চলবে। রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টা বরিশাল সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়ন হরিজনসহ ব্যানারে নগর ভবনের সামনে প্রথমে মানববন্ধন ও বিক্ষোভ করে শ্রমিকরা।
পরে বেলা ১২টায় দাবি আদায়ের লক্ষ্যে নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করে তারা। এসময় নগর ভবনের ভিতর থেকে ও বাহির থেকে কেউ ঢুকতে বা বের হতে পারছে না।
বরিশাল সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন ঢালী জানান, কোনো ধরনের কারণ দর্শানো কিংবা কোনো ধরনের লিখিত নোটিশ না দিয়ে মৌখিক নির্দেশে গত ১ জানুয়ারি ১৬০ শ্রমিককে আকস্মিক ছাঁটাই করা হয়েছে। যা সম্পূর্ণ অন্যায় ও বে-আইনি।
একদিকে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, অন্যদিকে ষাটোর্ধ শ্রমিকদের সামাজিক কোন নিরাপত্তা না দিয়ে হঠাৎ করে চাকুরি থেকে বাদ দেয়ায় তাদের পরিবার পরিজন অবর্ণনীয় দুর্দশা ও অপূরণীয় ক্ষতির শিকার হতে হচ্ছে। তাই মানবিক কারণে তাদের কাজে যোগদানে অনুমতি দেয়া একান্ত প্রয়োজন।
বরিশাল সিটি কর্পোরেশন থেকে ছাটাইকৃত (ষাট ঊর্ধ্ব) ১৬০ জন শ্রমিককে চাকুরিতে পুনর্বহাল করা; কোনো শ্রমিককে ছাটাই করা চলবে না; বরিশাল সিটি কর্পোরেশনের কর্মরত সকল শ্রমিককে শ্রম আইন অনুযায়ী স্থায়ীকরণ করা; সবাইকে পরিচয়পত্র, নিয়োগপত্র, সার্ভিস বুক দেওয়া; বেতন বৈষম্য নিরসন করা; প্রাপ্য সকল ভাতা পরিশোধ করা। এ দাবিগুলো না পর্যন্ত সড়ক থেকে সরবে না বলে হুশিয়ারি দেয় শ্রমিকরা।
বরিশাল সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারি জানান, সরকারি নিয়ম মেনেই এদেরকে ছাটাই করা হয়েছে। আন্দোলনরতদের সাথে দফায় দফায় বৈঠক চলছে।
তাদের বলা হয়েছে লিখিত দিতে সেটি আমরা মন্ত্রণালয়ে পাঠাবো, কিন্তু তারা আমাদের লিখিত বা মৌখিক কিছু জানায়নি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর