
কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীর অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিপুল পরিমাণ অস্ত্রসহ ১০ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সেনাবাহিনীর ২৩ বীর কুমিল্লা সদর ক্যাম্পের পক্ষ থেকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নগরীর ঝাউতলা এলাকার মোঃ নাইমুল ইসলাম নাঈম (৩৬), কালিয়াজুড়ি এলাকার আবির হামিদ মাহি (২১), ছোটরা ইদগা এলাকার সাজিদুল ইসলাম (২১), ছোটরা এলাকার সাব্বির হোসেন (২১), মোহাম্মদ আলী (২৪), ঝাউতলার জাবেদুর রহমান (২৯), ধর্মসাগর এলাকার অভিজিৎ রায় সরকার (৩০), বুড়িচং উপজেলার সাদকপুর এলাকার আবুল খায়ের (৩৯), কালিয়াজুড়ি এলাকার রাকিব (২১) এবং নগরীর ধর্মসাগর পাড় এলাকার বাসিন্দা ইসমাইল হোসেনের পুত্র অপু (৪২)।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জানুয়ারি গভীর রাত থেকে ২৫ শে জানুয়ারি রাত পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্প এর উদ্যোগে নগরীর ঝাউতলা, বাদুরতলা, ধর্মপুর, ছোটরাসহ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ দেশী-বিদেশী অস্ত্র শস্ত্রসহ ১০ কিশোরী গ্যাং সদস্যকে আটক করেছে। তাদের আটক করা হয়।
এ সময় সেনাবাহিনী অভিযানে ২টি নাইন এম এম পিস্তল, ২টি রিভলবার, ২টি রাশিয়ান পিস্তল, ৬ রাউন্ড বুলেট, ৫ ফুট দীর্ঘ একটি রাম দা, একটি বিদেশি তলোয়ার, একটি দেশি রাম দা, একটি চাকু এবং ৯ রাউন্ড শর্ট গানের বুলেট উদ্ধার করা হয় বলে বলে জানিয়েছে সেনাবাহিনী। রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দুপুরে থানায় হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর