
খাগড়াছড়িতে মদ্যপ চালকের অটোরিকশার ধাক্কায় মো. ইউনুস (৪০) নামে এক পথচারী নিহত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১০টার দিকে জেলা পৌর সদরের খাগড়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইউনুস (৪০) খাগড়াছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের শালবন এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে। পেশায় তিনি একজন ট্রাক্টর চালক।
পুলিশ জানায়, খাগড়াপুর এলাকায় ট্রাক্টর রেখে ইউনুস বাড়ি ফেরার পথে সামনের দিক থেকে আসা অটোরিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। এ সময় অটোরিক্সা চালক অংক্যচিং মারমা(২২) সড়কে পড়ে আহত হয়। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা চালক অংক্যচিং জেলা সদরের ধর্মঘর এলাকার সাথোই মারমার ছেলে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) রিপেল বাপ্পি চাকমা বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহত দুইজনের মধ্যে ইউনুস হাসপাতালে আসার পথে মারা যান। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি তদন্ত সুজন বড়ুয়া বলেন, মদ্যপ অটোরিকশা চালক অংক্যচিং মারমাকে আটকে করা হয়েছে। চালক আহত হওয়ায় সে পুলিশ হেফাজতে চিকিৎসাধী রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর