
“ক্লিন এনার্জি টেকসই ভবিষ্যত” এই প্রতিপাদ্যে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সামনে দিবসটি উপলক্ষে মানবন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি।
ওই মানববন্ধনে টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক ক্লিন এনার্জি উপলক্ষে ধারনাপত্র উপস্থাপন করেন। দিবসটি উপলক্ষে জালানি খাতে সুশাসন নিশ্চিতে ১২ টি দাবি করেছে টিআইবি।
এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, সনাক সদস্য এনএম. সাদরুল আহসান মাসুম, রফিকুল ইসলাম ভুট্টো, আবুল ফাত্তাহ নাজমু, ইয়েস দলনেতা সারোয়ার হোসেন, সাংবাদিক অভিজিৎ সাহা, আমানুল্লাহ আসিফ, এসিজি, ইয়েস সদস্য, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীরা ও স্থানীয় সাংবাদিক এবং গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর