
ভোলার চরফ্যাসনে নিজের খামারে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রান হারালেন রাকিব সরদার (২৫)নামের এক কৃষক। শনিবার বিকালে দুলারহাট থানার আহম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডেও এঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্ধারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত রাকিব সরদার ওই গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
নিহতের চাচাতো ভাই সুজন সরদার জানান, শনিবার বার তার চাচাতো ভাই রাকিব নিজের মৎস্য খামারে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে মাছ শিকারে যান। এসময় বৈদ্যুতিক ফাঁদের ছেঁড়া তারে খামারের পানি বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
দুলারহাট থানার ওসি মো. আফির ইফতেখার জানান, নিহতের পরিবারের কোন অভিয়োগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য দেয়া হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর