বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক ও অপেশাদার আচরণে ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। দুর্বার রাজশাহীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির নবনির্বাচিত মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
রোববার (২৬ জানুয়ারি) তিনি এসব কথা বলেন। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে পারিশ্রমিক ইস্যুতে কোন বিদেশি ক্রিকেটার অভিযোগ করেছে কিনা এমন প্রশ্নের জবাবে মিঠু বলেন, আমি এখনও জানি না কোনও বিদেশি অভিযোগ করেছে কিনা।
জানা গেছে, বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) শুরু থেকেই পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক তৈরি করে আসছে রাজশাহী। কয়েক দফা ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের অঙ্গীকার করেও তা দিতে পারেননি ফ্র্যাঞ্চাইজি দলটির কর্ণধার। এতে করে ক্রিকেটাররাও হয়ে গেছেন বিক্ষুব্ধ। আজ (রোববার) তো ম্যাচ বয়কটের হুমকিই দিয়েছিলেন। স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করে মানানো গেলেও বিদেশি ক্রিকেটাররা বেঁকে বসেছেন। তাতে করে রাজশাহীকে বিশেষ ব্যবস্থায় স্থানীয় ক্রিকেটারদের নিয়েই মাঠে নামতে হয়েছে।
এ ব্যাপারে সাংবাদিকদের বিসিবির নবনির্বাচিত মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, দুঃখজনক তো অবশ্যই। এটা অনাকাঙ্ক্ষিত, দল নিয়ে যা ঘটছে সবকিছুই অনাকাঙিক্ষত। এটি নিয়ে আলোচনা করছি, বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা। বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএল শেষের দিকে চলে এসেছে, অস্বীকার করার কিছু নেই।
অপেশাদারমূলক আচরণ রাজশাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মিঠু বলেন, বিদেশি ক্রিকেটার আসেনি, এটা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরনের সিদ্ধান্ত আসবে, সেটি বলতে পারছি না। কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছে খেলুক। কিন্তু কতটুকু ছাড় দেওয়া যাবে? আমরা তো বিপিএলের মর্যাদা ক্ষুন্ন হতে দিতে পারি না। বিসিবির প্রধান দায়িত্ব বিপিএলের মর্যাদা রক্ষা করা।
টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছু ছাড় দিয়েছি কিন্তু এখন যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না মন্তব্য করে বলেন, এই পর্যায়ে যে যাবে, এটা কিন্তু কেউ ভাবেনি। দেশের পরিস্থিতির কথা চিন্তা করে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু তাদের ওপরে বিশ্বাস করে খেলা শুরু করা হয়েছিল, তারা সেই বিশ্বাস রাখেনি। এখন সময় এসেছে আমাদের ব্যবস্থা নেওয়ার। এটা নিয়ে কোনও প্রশ্ন নেই যে, ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। এ জন্যই আমরা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। আমরা ছেড়ে দিচ্ছি না। কেউ চুক্তির শর্তভঙ্গ করলে আমরা আমাদের মতো ব্যবস্থা নিবো। চুক্তিতে সবকিছু বলা আছে। তার বাইরে গিয়ে কেউ কিছু করতে পারবে না। সেটি অগ্রহণযোগ্য হবে।
প্রসঙ্গত, ফ্র্যাঞ্চাইজি লিগে পেমেন্ট ইস্যুতে গত কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছে দুর্বার রাজশাহী। চট্টগ্রাম পর্ব শেষ হলেও পেমেন্ট জটিলতার সমাধান করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। শুধু ক্রিকেটারদের পেমেন্টই নয়, হোটেলের বিলও পরিশোধ করতে পারেনি দলটি। যার ফলে দ্য ওয়েস্টিন হোটেল ত্যাগ করে শেরাটনে উঠেছে দলটি। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো রংপুরের বিপক্ষে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই মাঠে নেমেছে রাজশাহী।
বিপিএলের নীতিমালা অনুসরে একাদশে নূন্যতম একজন বিদেশি ক্রিকেটারকে রাখতে হবে। তবে রাজশাহী তা না মেনেই আজ (রোববার) রংপুরের বিপক্ষে ১১ জন দেশি ক্রিকেটারকে নিয়ে মাঠে নেমেছে। তারা হলেন- সাব্বির হোসেন, আনামুল হক, ইয়াসির আলী, আকবর আলী, এসএম মেহেরব, সানজামুল ইসলাম, জিশান আলম, তাসকিন আহমেদ, মহর শেখ, মৃত্যুঞ্জয় চৌধুরী, মিজানুর রহমান।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর