বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নাসিম হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকার লিটনের ছেলে। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, স্কুল ছাত্র নাসিম মোটরসাইকেলযোগে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক নাসিমের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
তিনি আরোও জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর