ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের আবারও রাত ১১ঃ৪৫ মিনিটে নীলক্ষেত এলাকায় ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের ছাত্রলীগ বলে সম্বোধন করে স্লোগান দিচ্ছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, রবিবার সকালে সাত কলেজের ভর্তির আসন কমানোসহ ৫ দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) এবং কয়েকজন শিক্ষক সাত কলেজের অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে তৎক্ষনাৎ অপমান করে বের করে দেন।
এর প্রতিবাদে বিকেল ৫ টা থেকে রাত ১০টা পর্যন্ত সাইন্স ল্যাব মোড় ও টেকনিক্যাল মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
ঢাকা কলেজের শিক্ষার্থী আফজাল হোসেন বলেন, ‘আমরা পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির কাছে গেলে তারা আমাদের অপমান করে বের করে দেন। এখন শিক্ষার্থীদের নিকট ক্ষমা চাওয়াসহ সব দাবি রাতের মধ্যে মেনে নিতে হবে। না মানলে রাস্তা ছাড়ব না।,
১১:৪০ মিনিট পর্যন্ত সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ গেটে অবস্থান করছেন। এ সময় বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়।
পরে তারা সরে গিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে রাত পৌনে বারোটায় আবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হামলা চালানোর চেষ্টা করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আবারো এগিয়ে গেলে দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এদিকে, পুলিশ দুই পক্ষকে শান্ত রাখার চেষ্টা করছে। তবে দুই পক্ষের ইট পাটকেল নিক্ষেপ থেমে নেই।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর