
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী অভিযানের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় নেত্রকোনা পৌরসভার জয়ের বাজার নামক স্থানে ২৭ জানুয়ারি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধন ২০১০) এর ধারা ৬ (ক) অনুযায়ী ১টি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ১ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং ১,০০০/- টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়।
নেত্রকোণা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অভিজিৎ চক্রবর্তী মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো. জব্বার হোসাইন প্রসিকিউশন প্রদান করেন। এছাড়াও এ দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. আবদুল্লাহ আল মতিন, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন সম্পর্কে দোকানদার ও জনসাধারণকে সচেতন করা হয়। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর