
বুধবার ২২ জানুয়ারি থেকে শনিবার ২৫ জানুয়ারি পর্যন্ত আর্মি গল্ফ ক্লাব-এ ৪ দিন ব্যাপী "এপেক্স গল্ফ টুর্নামেন্ট ২০২৫" অনুষ্ঠিত হয়েছে। এপেক্স ফুটওয়্যার লিমিটেড আয়োজিত এই অনুষ্ঠানে দেশবরেণ্য গল্ফাররা অংশগ্রহণ করেন। শনিবার ২৫ জানুয়ারি টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী, প্রধান পৃষ্ঠপোষক, আর্মি গল্ফ ক্লাব।
অনুষ্ঠানটি আরও গৌরবমন্ডিত করতে উপস্থিত ছিলেন- এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ মোহাম্মদ, হেড অব মার্কেটিং রায়হান কবির। এবং আর্মি গল্ফ ক্লাব-এর প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই টুর্নামেন্টটি আর্মি গল্ফ ক্লাবের ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে, যেখানে ৮৩৬ জন গল্ফার অংশগ্রহণ করেছেন-এটি ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ। এই অভূতপূর্ব অংশগ্রহণ টুর্নামেন্টটির জনপ্রিয়তা এবং সফল ব্যবস্থাপনার উজ্জ্বল প্রতিচ্ছবি।
এপেক্স ফুটওয়্যার লিমিটেড এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের সঙ্গে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এপেক্স বিশ্বাস করে, এই ধরনের আয়োজন শুধু খেলাধুলার প্রসারেই নয়, বরং বন্ধুত্ব, সম্প্রীতি এবং সমাজের সঙ্গে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর