
নাটোরের বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে জায়েদা বেগম (৪০) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কাঁকফো এলাকায় এই ঘটনা ঘটে। মৃত জায়েদা ওই এলাকার রাশেদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্বজনরা জানায়, ঘটনার দিন দুপুরে জায়েদা পাশের বাড়ির একজন মহিলাকে জড়িয়ে ধরে কান্না জনিত কন্ঠে তার মেয়েকে দেখে রাখার কথা বলে এবং তার কিছুক্ষণ পরেই বমি করতে শুরু করলে পরিবারের সদস্যদের সন্দেহ হয় এবং তখন দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
তারা আরও জানায়, ঘটনার দিন সকালেও তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটেছে।
মৃত জায়েদার ভাই তরিকুল ইসলাম বলেন, তার ভগ্নিপতি মাঝেমধ্যেই তার বোনকে মারধর করতো। সোমবার সকালেও মারার কারণেই তার বোন গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে তার দাবি।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর