
শিক্ষার্থীরা ৯ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোবাইল আসক্তি থেকে দূরে থাকলেই ভাল করতে পারবে, এ সময় পড়া লেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সকল শিক্ষার্থী সোনা মুনিদের উচিত শিক্ষক ও বাবা মায়ের কথা মত চলা, তা হলেই জীবনে সাফল্য অর্জন সম্ভব। আজ আমরা এখানে যারা বসে আছি সকলেই কঠোর অধ্যবসায় করে প্রমাণ দিয়েই এখানে আসতে হয়েছে, তোমরাও ভাল করে পড়ালেখা করে আমাদের থেকে আরো বেশী দূর এগিয়ে যাবে এটা আমরা প্রত্যাশা করি।
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
উপকরণ সমূহের মধ্যে একটি স্কুল ব্যাগ, ৩ টি খাতা, ৬টি কলম, ১টি জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ছিল। মঙ্গলবার দুপুর ১ টায় এ উপকরণ বিতরণ করা হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন রাজবাড়ি জেলার নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় অফিসার মোঃ সাইফুল ইসলাম, পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম, পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিমসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক মন্ডলী, শিক্ষা উপকরণ গ্রহণ কারী শিক্ষার্থী ও অবিভাবকগন উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর