
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কী হয় তা আমরা ৫ আগস্ট দেখেছি। ৫ আগস্ট থেকে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক সাতক্ষীরা, খুলনা জেলা ও মহানগর, বাগেরহাট জেলার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, জনগণকে নিয়েই এই দেশ। এই দেশের মালিক হচ্ছে জনগণ। আমরা জনপ্রিয় কি-না দিন শেষে তা জনগণই সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, দলমত নির্বিশেষে সাধারণ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, তাহলে আমাদের পক্ষে তাকে টানা সম্ভব না। তাকে শেল্টার দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর