
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'রাস্তায় শুধু মিছিল-মিটিং করলাম কিন্তু রাষ্ট্রের শিক্ষানীতি, বৈদেশিক নীতি কেমন হবে জানলাম না। আমার সংবিধানে কোন অধিকারের কথা বলা হয়েছে, কোন অধিকার রোহিত করা রয়েছে; আমি জানলাম না। এজন্য শ্রেণীকক্ষের লেখাপড়ার পাশাপাশি প্রতিটি ছাত্র-ছাত্রীর সৃজনশীলতার জন্য প্রচুর বই পড়তে হবে। এখনকার দুনিয়া হচ্ছে জ্ঞানভিত্তিক দুনিয়া।'
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে চরফ্যাশন জিয়া স্মৃতি পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।
তিনি বলেন, 'এখনকার তরুণরা অনেক জ্ঞানী। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশে তাদের জ্ঞানের আলো ছড়াচ্ছে। সুষ্ঠু ও সুশৃঙ্খল সমাজ গড়তে সুশিক্ষার বিকল্প নাই।'
এসময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়া স্মৃতি পাঠাগারের চরফ্যাশন উপজেলা শাখার প্রতিষ্ঠাতা ইমতিয়াজ আরেফিন শৈবাল মালতিয়া।
শাকিল/সাএ
সর্বশেষ খবর