
কক্সবাজারের সদরের খুরুশকুল ব্রিজের পাশের নালা থেকে আবুল কালাম (৪০) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) সকালে এই মরদেহ উদ্ধার করা হয়। আবুল কালাম সদরের খুরুশকুল ইউনিয়নের ফকির পাড়ার বাসিন্দা। তিনি কক্সবাজারে শহর ও খুরুশকুলে ভাড়া করা ইজিবাইক চালাতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইসমাঈল সোহেল জানান, সকালে হাঁটার জন্য বের হলে খুরুশকুল বেইলি ব্রিজের উত্তর পাশের সড়কের পশ্চিম পাশের নালায় মরদেহটি দেখতে পায়। দ্রুত তার বাড়িতে খবর জানানো হয়।
স্বজনরা জানিয়েছেন, ইজিবাইক চালিয়ে প্রায়ই রাত ১০টার মধ্যে বাড়িতে চলে যান আবুল কালাম। কিন্তু গতকাল মঙ্গলবার ফিরেনি। গভীর রাত পর্যন্ত না ফিরলে চিন্তিত হয়ে পড়ে স্বজনেরা। রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন হদিস মেলেনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, হত্যা সম্পর্কে কোনো ক্লু পাওয়া যায়নি৷ আলামত সংগ্রহের জন্য সিআইডি দলকে ডাকা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর