
চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকা থেকে গত এক বছরে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। আজ বুধবার সকাল ১১টায় চুয়াডাঙ্গার ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরে এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ফেনসিডিল, মদ, বিয়ার, কোকেন, নেশাজাতীয় ইনজেকশন ও ট্যাবলেট, হেরোইন, ইয়াবা, গাঁজা প্রভৃতি। জব্দ করা মাদকের বাজারমূল্য চার কোটি সাত লাখ সাত হাজার ৭২৩ টাকা।
বিজিবি জানান, ২০২৩ সালের ১ আগস্ট হতে ৩১ জুলাই ২০২৪ তারিখের মধ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে পাচারের সময় এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি।
মাদকদ্রব্য জব্দ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মোঃ মারুফুল আবেদিন। তিনি বলেন, মাদক নির্মূলের জন্য বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত এক বছরে বিজিবি যে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে তা ধ্বংস করা হলো।
ধ্বংস করা মাদকের মধ্যে আছে ফেনসিডিল নয় হাজার ২৭৯ বোতল, তিন হাজার ১৬৬ বোতল মদ, বিয়ার ২০ বোতল, ২০৯টি ইয়াবা ট্যাবলেট, ১১ হাজার ৬০টি নেশাজাতীয় ট্যাবলেট, এক হাজার ৬৯৬ পিস ইনজেকশনসহ অন্যান্য মাদকদ্রব্য।
শাকিল/সাএ
সর্বশেষ খবর