
রাজধানীর নীলক্ষেত এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত ঢাকা কলেজের আহত শিক্ষার্থী রাকিবকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
বুধবার (২৯ জানুয়ারি) ঢামেকে যান উপাচার্য। এসময় তিনি আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুলাহ্-আল-মামুন, ঢাকা কলেজের অধ্যক্ষ এবং ঢাকা মেডিকেল কলেজের পরিচালক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে রবিবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে স্যার এ এফ রহমান হলের সামনে ঢাবি শিক্ষার্থীরা লাঠি নিয়ে অবস্থান নেন। এ সময় দুপক্ষ ঢিল মারতে থাকেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
এসময় দুই পক্ষকে নিবৃত্ত করে পুলিশ কয়েক দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এরপরও দফায় দফায় চলতে থাকে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানের অন্তত ২০ জন আহত হন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর