
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে "পত্রিকার পাতায় পাতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান" শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিকাল ৫টা পর্যন্ত এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জুলাই বিপ্লবের চেতনা সবার মাঝে ছড়িয়ে দেয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নোবিপ্রবি শাখার উপদেষ্টা সাজ্জাদুল করিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
এছাড়াও তরুণ কলাম ও লেখক ফোরামের সাবেক সভাপতি সাবিহা বিন্তি এবং বর্তমান সভাপতি মাহমুদুর হাসানসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক তরুণ কলাম লেখক ফোরামের এই উদ্যোগের প্রশংসা করেন এবং তরুণ লেখকদের উৎসাহিত করেন।
উল্লেখ্য, এই প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত পত্রিকার সংবাদ,ঘটনা, ছবি ইত্যাদির কাটিং প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীতে একাধিক মূলধারার সংবাদপত্রে প্রকাশিত জুলাই বিপ্লবের সময়ের উল্লেখযোগ্য সকল খবর স্থান পেয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর