
হালুয়াঘাটে ৭ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের ৬৩০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি।
বুধবার (২৯ জানুয়ারি) বিকালে উপজেলার সদর ইউনিয়নের আইলাতলী নামক স্থানে চোরাকারবারিরা অভিনব পন্থায় অবৈধভাবে ভারতীয় জিরা পাচারের চেষ্টা করে।
গোপন সংবাদের ভিত্তিতে আইলাতলী ক্যাম্পের বিজিবির টহল দল সেখানে অভিযান পরিচালনা করে।এ সময় চোরাকারবারিরা বস্তাগুলো রেখে দৌড়ে পালিয়ে যায়।
পরে টহলদল ৬৩০ কেজি জিরার জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর