
নড়াইলের লোহাগড়ায় মামা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম শামিম শেখ।
বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রবাসী সেলিম শেখের স্ত্রী তার ৬ বছর বয়সী শিশু সন্তান শামীম শেখকে সাথে নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের কাজী পাড়ায় পিতার বাড়িতে বেড়াতে আসেন। বুধবার বিকালে মাদ্রাসা শিক্ষার্থী শামীম পরিবারের সদস্যদের অগোচরে প্রতিবেশীর পুকুরে পড়ে যায়।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর