
বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা এবং বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সি (বিডিইউ) করার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা কালিয়াকৈর ফায়ার সার্ভিস অফিসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে মহাসড়কে যানচলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, ফলে উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
এসআই মোঃ জাহাঙ্গীর আলম বলেন, প্রায় তিন ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ পিপিএম-এর দিকনির্দেশনায় আমরা ইন্সপেক্টর (অপারেশন) জুবায়ের হোসেনসহ পুলিশের একটি টিম আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়।
এছাড়া স্থানীয় সমন্বয়কদের সহায়তায় শিক্ষার্থীদের শান্ত করে আন্দোলন স্থগিত করা হয়, যার ফলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর