পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের তেলের দাম লিটারে এক টাকা বেড়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। এর আগে জানুয়ারিতে লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা কমানো হয়েছিল।
গতকাল জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রতি মাসে জ্বালানি তেলের দাম ঘোষণা করে জ্বালানি বিভাগ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ১ টাকা বেড়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে ১০৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা ও পেট্রল ১২২ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ১ ফেব্রুয়ারি নতুন দাম কার্যকর হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর