অনলাইন ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান ও কসমেটিক্স জগতের জনপ্রিয় ব্র্যান্ড ‘বিউটি বুথ’ এর প্রথম আউটলেট রাজধানীর রামপুরায় উদ্বোধন করেছ।
শুক্রবার (৩১ জানুয়ারি) রামপুরার উজ্জ্বল টাওয়ারে বিউটি শপটির এই আউটলেট উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিউটি বুথের প্রতিষ্ঠাতা শাহ পরাণ খান ও কোম্পানির কর্মকর্তারা।
আউটলেট উদ্বোধন উপলক্ষে সকল পণ্যের উপর ১০% ছাড় এবং বিশেষ অফার থাকায় শো-রুমের সামনে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার ভিড় লক্ষ করা গেছে।
শো-রুম উদ্বাধনের অনুষ্ঠানে বিউটি বুথের প্রতিষ্ঠাতা শাহ পরাণ খান বলেন, রামপুরার প্রথম আউটলেট চালুর এই মুহুর্তটা আমার সারাজীবন মনে থাকবে। গ্রাহক সন্তুষ্টিই আমাদের উদ্দেশ্য। অনলাইনের পাশাপাশি এখন আমাদের গ্রাহকেরা সরাসরি আউটলেটে এসে পছন্দের প্রোডাক্ট কিনতে পারবেন। আগামীতে সারাদেশে আউটলেট জড়িয়ে দিতে চাই।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে গ্রাহকদের জন্য অথেনটিক স্কিন কেয়ার এবং কসমেটিক পণ্য সরবরাহ নিশ্চিত করে আসছে প্রতিষ্ঠানটি এবার থেকে গ্রাহক অনলাইনের পাশাপাশি সরাসরি পরখ করে 'বিউটি বুথ' থেকে লাইফস্টাইল পণ্য কিনতে পারবে।
নিজেদের অনলাইন প্ল্যাটফর্মে কোরিয়ান কসমেটিক আইটেমের পাশাপাশি তুরস্ক, থাইল্যান্ড ও মালয়েশিয়ান প্রসাধনী সামগ্রী গ্রাহকদের কাছে সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর