শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম মো. সিরাজ বলেন, শেরপুর শহর জনবহুল ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর।
প্রায় তিন লক্ষাধিক মানুষের বসবাস এবং প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের কেন্দ্রবিন্দু এই শহর।৬টি উপজেলার অসংখ্য মানুষ প্রতিদিন এই শহরে যাতায়াত। এত ব্যস্ততম এই শহরে একটি ফ্লাইওভার নেই। যার ফলে শহরটি এখন মরণ ফাঁদ ও যানজটে পরিণত হয়েছে।
অতিদ্রুত একটি ফ্লাইওভার নির্মাণ করে মৃত্যুর মিছিল বন্ধ ও যানজট নিরসন করার দাবিতে আজ সর্বসাধারণ রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করছি। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্থানীয় বাসস্ট্যান্ড প্রায় ২ হাজার মানুষ নিয়ে এ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, উত্তর বঙ্গের প্রাণ কেন্দ্র শেরপুর, এই শহরের যানজট নিরসন ও বিভক্ত হওয়া থেকে রক্ষা এবং নিরাপদ চলাচলের স্বার্থে ধুনটমোড় থেকে হাজিপুর পর্যন্ত ২ কিলোমিটার দৈর্ঘ্যের একটি ফ্লাইওভার নির্মাণের দাবিতে উপজেলা বিএনপির উদ্যোগে সর্বস্তরের জনগণের প্রাণের দাবি নিয়ে মানববন্ধন দাঁড়িয়েছেন। মানববন্ধন শেষে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপিও দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় বরাবরে।
মানববন্ধনে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি পিয়ার উদ্দিন, সহ সভাপতি মাহবুবুল আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, জেলা জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান নিলু, তৌহিদুজ্জামান পলাশ, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, শহর যুবদলের আহ্বায়ক সাহাবুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মো. কাওছার আলী কলিন্স, মহিলা দল সভা নেত্রী নাসরিন আক্তার পুটি, ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মীর মাহমুদুর রহমান চুন্নু, শেরপুর ক্লিনিক মালিক সমতিরি সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শেরশাহ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, প্রধান শিক্ষক আখতার উদ্দিন, মাওলানা হাফিজুর রহমানসহ শেরপুর উপজেলার সকল প্রকার পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর