ইউনিয়ন সম্মেলন স্থগিতাদেশের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হরতালের ডাক দেয় উপজেলা বিএনপির একাংশ। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুষ্ঠু সমাধানের আশ্বাসে ৬ ঘন্টা পর হরতাল প্রত্যাহার করে আন্দোলনকারীরা।
শনিবার সকাল সাড়ে ১১ টায় হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান। এসময় তিনি জানান, বালিয়াডাঙ্গীর বিষয়টি মহাসচিব সুষ্ঠু সমাধানের আশ্বাস দেয়াড় কারণে হরতাল প্রত্যাহার করা হয়েছে।
এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির কাউন্সিল বন্ধ করে জেলা বিএনপি। এরই জেরে হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির একাংশ। দীর্ঘদিন পরে উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের সম্মেলনের তারিখ ঘোষণা করে উপজেলা বিএনপি। শনিবার দুওসুও ইউনিয়নের সম্মেলনের তারিখ ছিল যা স্থগিতের আদেশ দেয় জেলা বিএনপি। এ কারণে হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির একাংশ।
ভোর সাড়ে ৫ টা থেকে হরতালে উপজেলার বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেন হরতাল সমর্থনকারীরা। জেলা শহর থেকে বালিয়াডাঙ্গী উপজেলার প্রবেশদ্বারে বাঁশ ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে ঠাকুরগাঁওয়ের সাথে বালিয়াডাঙ্গী উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তারা। এতে রাস্তার দুইপাশে যানবাহন আটকা পরে ভোগান্তিতে পরে সাধারণ পথচারী ও বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা কোচের যাত্রী এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর