ময়মনসিংহের হালুয়াঘাটে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় জেলা ও উপজেলা ছাত্রলীগের ৩ নেতাকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উত্তর খয়রাকুড়ি গ্রামের সারোয়ার আলমের পুত্র মাহাবুবুল আলম রোমান(৩৫), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও একই এলাকার আব্দুস সালামের পুত্র রফিকুল হাসান রকি(২৬), আমতৈল ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক নাগলা এলাকার দুলাল মিয়ার পুত্র মাসুদ রানা(২১)। শনিবার বিকেলে তাঁদের আদালতে প্রেরণ করা হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল খায়ের জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর