নাটোরের লালপুরে সুকুমার সরকার (৩০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ দিকে উপজেলার চামটিয়া গ্রামের রাস্তার পাশ থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুকুমার সরকার উপজেলার গোপালপুর বাহাদিপুর গ্রামের মৃত যুগল সরকারের ছেলে।
নিহতের খালা সুশীলা রানী জানান, আজ দুপুর ২ টার দিকে বাড়িতে দুপুরের খাবার খেয়ে ভাড়া খাটার উদ্দেশ্যে চার্জার ভ্যান নিয়ে বেরিয়ে যায় সুকুমার। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুজ্জামান জানান, বিকেলে চামটিয়ার রাস্তার পাশে একজনের গলাকাটা মরদেহ পড়ে আছে এমন খবরে পুলিশ ঘটনার যায়। সেখানে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। সেখানে দেখা যায় ৩০ বছর বয়সী এক যুবকের ঘাড়ের পেছনদিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন। আশেপাশে সুকুমারের চালিত ভ্যানটি পাওয়া যায়নি। মরদেহের পাশে থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তার কাছ থেকে চার্জার অটো ভ্যানটি ছিনতাই এর উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরো জানান, পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্ত করে হত্যার প্রকৃত উদ্দেশ্য বের করবে। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর