খাগড়াছড়ির দীঘিনালায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জোড়াব্রিজ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে শতাধিক মানুষের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করেন দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মো. সিয়াম হাসান, পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট আব্দুল মান্নান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সাখাওয়াত হাসান, ৩নং কবাখালী ইউনিয়নের চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান), প্যানেল চেয়ারম্যান বিপুরিতা চাকমা, সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতের তীব্রতায় পার্বত্য অঞ্চলের নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে সেনাবাহিনীর এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।
জাম্বুরা পাড়ার বাসিন্দা সুসেন চাকমা (৭০) বলেন, "বয়সের কারণে কাজ করতে পারি না। টাকার অভাবে কম্বল কিনতে পারি নাই। সেনাবাহিনীর এই সহায়তা আমার জন্য খুবই উপকারী।"
এ সময় দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মো. সিয়াম হাসান বলেন, "বাংলাদেশ সেনাবাহিনী সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে, এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও চলবে।"
এর আগেও দীঘিনালা জোনের পক্ষ থেকে উপজেলার দুর্গম এলাকার ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র ও যুব সমাজের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর