কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: সেলিম ভূইয়া (৪৫) নিহত হয়েছেন। শনিবার বিকাল ৩ টায় উপজেলার বাঙ্গড্ডা বাজারে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়ার সমর্থক। এছাড়াও তিনি খিলপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার বাংগড্ডায় নাঙ্গলকোট উপজেলা বিএনপি’র সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সময়ে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুঁইয়া সমর্থিতরা একটি গাড়ি বহর নিয়ে বাঙ্গড্ডা বাজার অতিক্রম করা কালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে সেলিম ভূইয়া নিহত হয়।
সাবেক এমপি আবদুল গফুর ভুঁইয়া ক বলেন, বাসন্ডা গ্রামে দাওয়াত খেয়ে পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা বাজারে একটি প্রোগ্রামে যাওয়ার পথে বাঙ্গড্ডা পশ্চিম বাজারে পৌঁছলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়ার নেতৃত্বে যুবদলের নেতারা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের বিচার চাই।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য সায়েম মজুমদার শিপু বলেন, সাবেক এমপি আবদুল গফুর ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে বিকেলে কাকৈরতলা বাজারে একটি প্রোগ্রাম করার কথা ছিল। এ উপলক্ষ্যে বিকেলে বাঙ্গড্ডা পশ্চিম বাজার শাহিনের দোকানের সামনে গেলে মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীর লোকজনের হামলায় সেলিম খুন হন। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূইয়া জানান, এ হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কিছু জানেন না।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সেলিম নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর