বিশ্ব হিজাব দিবস উপলক্ষ্যে ইতিহাসে প্রথমবারের মত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হিজাব র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভিসি চত্বর থেকে র্যালিটি শুরু হয়। সেখান থেকে টিএসসি হয়ে রাসেল টাওয়ার ঘুরে আবার রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়বিশ্ব হিজাব দিবস উপলক্ষ্যে ‘প্রটেস্ট অ্যাগেইনস্ট হিজাবোফোবিয়া-ঢাকা ইউনিভার্সিটি’ এ ধরনের কর্মসূচীটি আয়োজন করে।
আয়োজকরা জানান, আয়োজকরা বলেন, আমরা যারা ফ্যাসিবাদের আমলে হিজাব নিকাব পড়েছি তারা বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়েছি। শুধু হিজাব নিকাবই নয়, ভাইয়েরা যারা দাঁড়ি টুপি পড়তো তারা যেখানে এটা স্বাভাবিকভাবেই পড়তে পারার কথা সেখানে সবাই বৈষম্যের শিকার হয়েছেন। পশ্চিমারা এগুলোকে এক ধরনের জঙ্গিবাদ হিসেবে উপস্থাপন করেন। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্যই মূলত আমাদের প্রচেষ্টা।
র্যালিতে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংক্ষিপ্ত মিশকাতুল জান্নাত বলেন, যে কোনো বিষয়ে জানার জন্য আমাদের তার পেছনের ইতিহাস জানা সব থেকে জরুরি। আমরা যেমন দেখেছি, জুলাই অভ্যুত্থানের মাত্র কয়েক মাসের মধ্যে বিভিন্ন প্রকার প্রোপাগান্ডার শিকার হয়েছি, ইতিহাস বিকৃত করা হচ্ছে। তাই আমরা যদি আমাদের ইতিহাস না জানি তাহলে এই হিজাব ডে এটি আস্তে আস্তে হারিয়ে যাবে।
র্যালিটির অন্যতম আয়োজক স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন খালেদ বলেন, যারা ফ্যাসিবাদের আমলে হিজাব-নিকাব পরিধান করেছে, তারা বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়েছে। শুধু হিজাব-নিকাবই নয়, যারা দাঁড়ি-টুপি পরতো তারাও বৈষম্যের শিকার হয়েছেন। পশ্চিমারা এগুলোকে এক ধরনের জঙ্গিবাদের চিহ্ন হিসেবে উপস্থাপন করেন। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্যই মূলত আমাদের প্রচেষ্টা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর