বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে নিবন্ধন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন জন্য পুলিশ মহাপরিদর্শকে (আইজিপি) নির্দেশনা দিল নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
নির্দেশনায় বলা হয়েছে, বাড়ী বাড়ী গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ এর অংশ হিসেবে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভোটার রেজিস্ট্রেশন আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল চলবে। ভোটার রেজিস্ট্রেশন কাজে ল্যাপটপ, ক্যামেরা, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, আইরিশ স্ক্যানার, ডকুমেন্ট স্ক্যানার, ডকুমেন্ট প্রিন্টারসহ অন্যান্য মূল্যবান যন্ত্রপাতি ব্যবহৃত হবে। সংশ্লিষ্ট জেলা ও উপজেলা/থানা নির্বাচন অফিস পর্যায়ে ভোটার রেজিস্ট্রেশন তারিখ ও রেজিস্ট্রেশন কেন্দ্র নির্ধারণপূর্বক রেজিস্ট্রেশন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে (রেজিস্ট্রেশন পরিকল্পনা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যাবে)।
জেলা ও উপজেলা/থানা নির্বাচন অফিস কর্তৃক নির্ধারিত তারিখে রেজিস্ট্রেশন কেন্দ্রসমূহে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা প্রয়োজন।
এই অবস্থায় ভোটার রেজিস্ট্রেশন তারিখসমূহে রেজিস্ট্রেশন কেন্দ্রের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে ইসি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর