সাম্প্রতিক সময়ের আওয়ামী লীগের মাথা চাড়া দিয়ে ওঠা ও প্রশাসনের দুর্বল হস্তক্ষেপের প্রতিবাদে এবং আওয়ামী লীগের ফ্যাসিস্টদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলার সকল নাগরিকবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। সকাল ১১টার দিকে শহরের চৌরাস্তা মোড়ে জমায়েত হয়ে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের মুক্তির সোপানে গিয়ে সমাবেশ করে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোন্তাসির মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শহিদুল ইসলাম, শহর ছাত্র শিবিরের সাধারন সম্পাদক শামীম রেজা ও শহর ছাত্র শিবির পশ্চিম শাখার সভাপতি ইসমাইল হোসেন তোহা, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সজিব, মুশফিক সাদ ও রাহাত তালুকদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ১ ফেব্রুয়ারি ভোরে শহরের কয়েকটি স্থানে ফ্যাসিস্টদের সমর্থনে লিফলেট বিতরণ করা হয়েছে।
আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ওই সমস্ত সন্ত্রাসীদের বলি ভোরে নয়, সকাল ৯টার পরে বের হয়ে দেখিস, টিকতে পারিস কি না, আমরা তোদের শক্ত হাতে প্রতিহত করবো, ইনশাআল্লাহ।
বক্তারা ওই সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করে বলেন, অন্যথায় যেভাবে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি, অন্তর্বর্তী সরকার ও প্রশাসন যদি ফ্যাসিস্ট নির্মূলে সঠিক ভূমিকা পালনে ব্যর্থ হয়, তাহলে তাদের বিরুদ্ধেও আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।
সমাবেশে আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর