দীর্ঘ ৯ বছর পর নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক (আংশিক) ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত এ নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সাবেক জেলা বিএনপির সভাপতি হায়দার বিএসসি, সদস্য সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।
নব নির্বাচিত নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায়, নোয়াখালী জেলার মাটি ও গণমানুষের নেতা মোহাম্মদ শাহজাহানের পরামর্শে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত নোয়াখালী জেলায় আন্দোলন সংগ্রামে যেকোনো দুর্যোগ মোকাবেলায় বিএনপি ঐক্যবদ্ধ কাজ করবে।
এ সময় তিনি বিএনপি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের প্রতি কৃতজ্ঞতা ও সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, ২০১৭ সালে ২৩ এপ্রিল নোয়াখালী জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর