চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। এতে আহ্বায়ক করা হয়েছে পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া ও সদস্য সচিব করা হয়েছে লায়ন হেলাল উদ্দিনকে।
রোববার (২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং লায়ন হেলাল উদ্দিন আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলেন।
আহ্বায়ক কমিটির বাকিদের মধ্যে জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলীকে আবারও যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর বিলুপ্ত করা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। এরপর দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণার আভাস দিলেও পাঁচ মাস পেরিয়ে যায়। সর্বশেষ আজ কমিটি ঘোষণা করা হল।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর