জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক এবং অ্যাড. কামরুল হাসানকে সদস্য সচিব করে মেহেরপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, অধ্যাপক ফয়েজ মোহাম্মদকে।
এছাড়া কমিটিতে মাসুদ অরুন, আমজাদ হোসেন, ইলিয়াছ হোসেন, আলমগীর খান ছাতু, আনছারুল হক, আব্দুল্লাহ, হাফিজুর রহমান, রেজাউল হক, মারুফ আহম্মদ বিজন,জাকির হোসেন, আব্দুল হামিদ,খাইরুল বাশার,ওমর ফারুক লিটন, মীর ফারুক হোসেন,আব্দুল আওয়াল, ইনছারুল হক,আলফাজ উদ্দিন কালু, রোমানা আহম্মদ, আব্দুর রশিদ, সাইফুল ইসলাম, আসাদুজ্জামান বাবলু, মকবুল হোসেন মেঘলা, আখেরুজ্জামান, আবু সালেহ মোহাম্মদ নাসিম এবং মশিউর রহমানকে সদস্য করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মেহেরপুর জেলা বিএনপি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি যথাযথভাবে তাঁর নির্দেশনাগুলো বাস্তবায়ন করবে। বিএনপির সবাইকে সঙ্গে নিয়ে গ্রাম থেকে জেলা পর্যন্ত সব কটি কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হবে। এভাবে সুন্দর ও শক্তিশালী কমিটি গঠনের মধ্য দিয়ে দল আরও সুসংহত হবে।
আহ্বায়ক কমিটির সদস্যসচিব কামরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে দেশে একটি স্বৈরশাসক গণতন্ত্রকে জিম্মি করে রেখেছিল। সবে দেশ মুক্ত হয়েছে। গণতন্ত্রকে মজবুত ও টেকসই করতে বিএনপি মাঠপর্যায়ে কাজ করছে।
এর আগে গত ১৩ ডিসেম্বর ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপি। জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাড. কামরুল হাসানকে সদস্য সচিব করে গঠিত আংশিক আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস ও ফয়েজ মহাম্মদ এবং সদ্য বিদায়ী কমিটির সভাপতি মাসুদ অরুন এবং সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে সদস্য করা হয়।
এই সাত সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সাত জনকেই স্বপদে বহাল রেখে ৩১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর