সিলেটে স্ত্রীর মৃত্যুর শোকে জানাজার নামাজের আগেই মারা গেলেন স্বামীও। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তারা দুজন মারা যান। এমন ঘটনা ঘটেছে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডের ইলামেরগাঁও আটঘর গ্রামে। মারা যাওয়া দুজন হলেন-শতবর্ষী হাজী জমসিদ আলী ও হাওয়ারুন নেছা (৮০)। স্বামী স্ত্রীর এমন মৃত্যুতে এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বার্ধক্যজনিত রোগে মারা যান হাজী জমসিদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা (৮০)। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জানাজার নামাজ নির্ধারণ করেন পরিবারের লোকজন ও এলাকাবাসী। নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজী জমসিদ আলী। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন অসুস্থ জমসিদ আলীকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। কিন্তু স্ত্রীর জানাজার নামাজের ১০/১৫ মিনিট পূর্বে ইহকাল ত্যাগ করেন।
এদিকে, হাওয়ারুন নেছার জানাজার নামাজ নির্ধারিত সময় অনুষ্ঠিত হলেও হাজী জমসিদ আলীর জানাজার নামাজ রোববার বাদ আসর অনুষ্ঠিত হয়। এই ঘটনায় এলাকায় শোকের মাতন চলছে।
মৃত্যুকালে জমসিদ-হাওয়ারুন দম্পতি ৬ ছেলে ও ২ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এই দম্পত্তির ছেলে আব্দুল আজিজ বলেন, আমাদের আম্মার মৃত্যুর পর রোববার সকাল সাড়ে ১১টায় জানাজার নামাজের সময় নির্ধারণ করা হয়ে ছিল। এর ঘণ্টাখানেক পূর্বে হঠাৎ আব্বা অসুস্থ হয়ে পড়লে, আমরা তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাই। চিকিৎসা শেষে বাড়িতে আসার পর আম্মার জানাজার নামাজের ১০/১৫ মিনিট পূর্বে আব্বাও মারা যান। এক সাথে আব্বা-আম্মার মৃত্যু আমাদের কাছে অনেক কষ্টদায়ক।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর