চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে দুপুর আড়াইটার দিকে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় ফখরুল আনোয়ারকে। শুনানি শেষে সোয়া ৩টার দিকে তাকে চট্টগ্রাম কারাগারে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া। তিনি জানান, কোতোয়ালী থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আদালতে হাজির করে পুলিশ। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
ফখরুল আনোয়ার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই তিনি।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে নগরের নিউমার্কেট মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন করছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মো. তাফহীমুল ইসলাম। এ সময় ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র, ককটেল, কিরিচ, হকিস্টিক, রামদা নিয়ে হামলা করা হয়। তাফহীমুলের ডান হাতের কব্জিতে গুলি লাগে। যা হাতের এক পাশে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। পরে উদ্ধার করে সহপাঠীরা নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তাকে। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় তাফহীমুলকে। ওই ঘটনায় একই বছরের ২৩ সেপ্টেম্বর ওই ছাত্র বাদী হয়ে ৭৩৫ জনের নামসহ ১২শ’ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলার ১০ নম্বর আসামি ফখরুল আনোয়ার।
এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টায় নগরের নেভী কনভেনশন সেন্টার থেকে ফখরুল আনোয়ারকে আটক করা হয়। নেভী কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ার ও শাহজাদী সৈয়দা সায়েমা আহমেদের একমাত্র ছেলে সৈয়দ মিনহাজুল আনোয়ারের সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের ছেলে নিজামুল আলম ও সৈয়দা শারমিন আকতারের বড় মেয়ে সৈয়দা মাহবুবা হোসনে আরার বিয়ের অনুষ্ঠান চলছিল। একপর্যায়ে সন্ধ্যা সাতটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত শতাধিক নেতাকর্মী নৌবাহিনী পরিচালিত ওই কনভেনশন সেন্টারে যান। প্রথমে তারা সেখানে ভোজে অংশ নেন। ঘন্টা খানেক পরে সেখানে আরও প্রায় শতাধিক নেতাকর্মী আসেন। কনভেনশন সেন্টারটি ঘিরে ফেলে। এসময় আন্দোলনকারীরা নানা স্লোগান দিতে থাকেন। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ উপস্থিত হয়ে ফখরুল আনোয়ারকে তুলে নিয়ে যায়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর