
নড়াইলে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পিয়াস মোল্যা (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সদর থানা পৌরসভার কুড়িগ্রাম এলাকায় বাধাঘাট টু ধোপাখোলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সদর থানার কুড়িগ্রাম গ্রামের মৃত শরিফুল ইসলাম মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই মোঃ অহিদুর রহমান, এএসআই নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ রবিবার দুপুরে অভিযান চালিয়ে নড়াইল পৌরসভার ৬ নং ওয়ার্ডের কুড়িগ্রাম গ্রামসহ জনৈক জাহিনুর মোল্যার আধাপাকা বসতবাড়ির পূর্ব পাশে বাধাঘাট টু ধোপাখোলা মোড়গামী পাঁকা রাস্তার উপর থেকে পিয়াস মোল্যাকে গ্রেপ্তার করে। এ সময় আসামির নিকট থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদারা খান (পিপিএম) বলেন, এ সংক্রান্ত নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর