গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত লেবু শেখ (৪৫) নামে এক শহীদের মরদেহ ৬ মাস পর সিরাজগঞ্জের রায়গঞ্জে কবর থেকে উত্তোলন করা হয়েছে। একই উপজেলায় অপর শহীদ নজরুল ইসলামের (২৮) মরদেহ উদ্ধার করতে দেয়নি স্বজনেরা।
রবিবার (২ ফেব্রুয়ারি) রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই কবরস্থান থেকে লেবু শেখের মরদেহ উত্তোলন করা হয়। লেবু সেখ ডুমরাই গ্রামের জোরতুল্লাহ শেখের ছেলে। তিনি গাজীপুরে লেবার (শ্রমিক) হিসেবে কর্মকর্তা ছিলেন।
মরদেহ উত্তোলন হয়নি নজরুল ইসলামের। তিনি একই উপজেলার বারইভাগ গ্রামের মোজাম্মেল সেখের ছেলে। তিনি গাজীপুরের আশুলিয়ায় পোশাককর্মী হিসেবে কর্মরত ছিলেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস.আই) লেবু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ইদ্রিস আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লেবু সেখ গুলিতে নিহত হন। পরদিন ভোরে রায়গঞ্জের ডুমরাই কবরস্থানে ময়নাতদন্ত ছাড়াই দাফন করে স্বজনেরা। এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে ১৫জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩/৪শ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের প্রয়োজন। এ কারণে কবরস্থান থেকে মরদেহ উত্তোলনের জন্য আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশে সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বীসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়।
গাজীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক গোলাম মোস্তফা জানান, গত ২০ জুলাই গাজীপুরে কোটাবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হয় পোশাককর্মী নজরুল। পরদিন ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ বারইভাগ গ্রামের কবরস্থানে দাফন করে পরিবারের লোকজন। এ ঘটনায় নিহতের স্ত্রী পূর্নিমা খাতুন বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ডিবি পুলিশ মামলাটি তদন্ত করছে। আদালতের নির্দেশে নিহতের লাশ উত্তোলনের জন্য আসলে স্বজন ও স্থানীয়রা বাধা দেওয়ায় মরদেহ উত্তোলন করা সম্ভব হয়নি। এসময় সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন জানান, আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করার জন্য আসলে স্বজনরা বাঁধা দেয়। বিষয়টি আদালতে অবগত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর